পালু: ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের কাছে ভূমিকম্পের জেরে সুনামি আছড়ে পড়ার ফলে অন্তত ৩৮৪ জনের মৃত্যু হল। মৃতরা প্রত্যেকেই পালু শহরে ছিলেন বলে জানা গিয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি কয়েকশো মানুষ। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে পালুর প্রধান বিমানবন্দর। অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ওই অঞ্চলের অবস্থা বিধ্বস্ত।

ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামির জেরে উপকূলে আছড়ে পড়ে দেড় মিটার উঁচু ঢেউ। সেখানেই শুক্রবার সন্ধে থেকে উৎসব শুরু হওয়ার কথা ছিল। তার প্রস্তুতির জন্য সমুদ্রতীরে ছিলেন কয়েকশো মানুষ। সুনামি আছড়ে পড়ার পর থেকে তাঁদের খোঁজ মিলছে না। হাসপাতালে সবার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে অনেক আহত ব্যক্তিকে খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো জানিয়েছেন, সুনামি-দুর্গতদের সাহায্য করার জন্য সেনাবাহিনীকে তলব করা হয়েছে। ধ্বংসস্তুপে কেউ আটকে আছেন কি না, সেটা খুঁজে দেখার পাশাপাশি আহত ব্যক্তিদেরও সাহায্য করছে সেনাবাহিনী।

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিক টম হাওয়েলস জানিয়েছেন, ‘সুনামির জেরে স্থানীয় লোকজন আতঙ্কিত। মোট কতজনের মৃত্যু হয়েছে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। আমরা শিশুদের নিয়েই বেশি চিন্তিত। কারণ, ঢেউয়ে তাদেরই ভেসে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।’