বেজিং: ডোকালাম ইস্যুতে ফের হুমকি চিনা সংবাদমাধ্যমের। চিনের সরকারি সংবাদমাধ্যম গতকাল হুঁশিয়ারি  দিয়ে বলেছে, ভারত ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। একইসঙ্গে বলা হয়েছে, এই বিতর্কে ‘আলোচনার কোন জায়গাই নেই’।
রিপোর্ট অনুসারে চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া মন্তব্য করেছে, ওই ঘটনায় চিন স্পষ্ট করে দিয়েছে যে, আলোচনার কোনও জায়গাই নেই এবং ভারতকে ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করতে হবে। জিনহুয়ার দাবি, ভারতীয় সেনা সীমান্ত টপকে সেখানে ঢুকেছে।
চিনের সরকারি সংবাদমাধ্যমে অভিযোগ করা  হয়েছে, ডোকালাম থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে চিন বারংবার আর্জি জানিয়েছে। কিন্তু ভারত এই আর্জি মানতে অস্বীকার করেছে। চিনের আবেদন সম্পর্কে চোখ বুজে থাকা মাসাধিক কালের অচলাবস্থা জনিত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এরফলে ভারত নিজেকেই আরও বিড়ম্বনা ফেলতে চলেছে বলেও দাবি চিনের সংবাদমাধ্যমের।
ডোকা লা-য় চিনের সড়ক নির্মাণ কর্মসূচী নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ভারত-চীন-ভুটান সীমান্তের সংযোগস্থলে চিনের এই রাস্তা নির্মাণের বিরোধিতা করে ভারত। ভারতীয় সেনা গত ১৬ জুন চিনের রাস্তা নির্মাণ আটকে দেয়। তারপর থেকেই অচলাবস্থা তৈরি হয়েছে।
চিনের সংবাদসংস্থার বক্তব্যে সিঙ্গাপুরে ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের মন্তব্যকে ইতিবাচক সঙ্কেত বলেই মন্তব্য করা হয়েছে।জয়শঙ্কর বলেছিলেন, মতপার্থক্যকে বিতর্কে পরিণত হতে যায় না।