নয়াদিল্লি: ঘোষিত হল অর্থনীতিতে নোবেলপ্রাপকের নাম। ব্যাঙ্ক ও আর্থিক সঙ্কটের উপর গবেষণার জন্য যৌথভাবে ৩ অর্থনীতিবিদকে নোবেল পুরস্কারে সম্মানিক করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।


কাদের সম্মান:
বেন বার্নানকে (Ben Bernanke), ডগলাস ডায়মন্ড (Douglas Diamond), ফিলিপ ডিপভিগ (Philip Dybvig)-কে ২০২২-এর সম্মান দেওয়া হয়েছে। ূ


the Sveriges Riksbank Prize in Economic Sciences-আগে এই নামেই পরিচিত ছিল এই পুরস্কার। আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার চালু হয়েছিল। এখন এটি অর্থনীতিতে নোবেল পুরস্কার নামেই পরিচিত। তিন প্রাপক পুরস্কারের অর্থমূল্য হিসেবে মোট ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন পাবেন।  


 






কী নিয়ে গবেষণা:
অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব ঠিক কী, বিশেষ করে আর্থিক সঙ্কটের সময় তাদের কাজ কী, এই বিষয়ে আরও সহজ করে বোঝার সুবিধা করে দিয়েছে এই তিন অর্থনীতিবিদের কাজ। কেন ব্যাঙ্ক ফেল (Bank Collapses) রোখা জরুরি সেটাও এই তিন অর্থনীতিবিদের কাজের অন্যতম অংশ বলে জানিয়েছে নোবেল কমিটি। ব্যাঙ্কের বিষয়ে আরও ভাল করে বোঝা, ব্যাঙ্ক নিয়ন্ত্রণ, ব্যাঙ্ক সংক্রান্ত সংঙ্কট এবং কীভাবে আর্থিক সঙ্কটের মোকাবিলা করা যায়। এই সব বিষয়েই বেন বার্নানকে (Ben Bernanke), ডগলাস ডায়মন্ড (Douglas Diamond), ফিলিপ ডিপভিগ (Philip Dybvig)-এর গবেষণা। তাকেই স্বীকৃতি দিতে এই পুরস্কার বলে জানিয়েছে নোবেল কমিটি।


১০ ডিসেম্বর, স্টকহোমে একসঙ্গে সব নোবেল প্রাপকদের সম্মানিত করা হবে। 


২০২১ সালে এই পুরস্কার দুভাগে ভাগ করা হয়েছে। অর্ধেক দেওয়া হয়েছে ডেভিড কার্ডকে, লেবার ইকনমিক্সে তাঁর অবদানের জন্য। বাকি অর্ধেক যৌথভাবে দেওয়া হয়েছিল জোসুয়া জি অ্যাংরিস্ট (Joshua D. Angrist) এবং গুইডো ডব্লিউ ইমবেনস (Guido W. Imbens)-কে।


২০১৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন ভারতীয়-আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার দুফলো এভং মিখায়েল ক্রেমার। দারিদ্র দূরীকরণের পদ্ধতি নিয়ে কাজের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়েছিল।


আরও পড়ুন: নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুশের সমাজকর্মী এলস বিয়ালিয়াতস্কি