নয়াদিল্লি: চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইস গ্লাক।
বৃহস্পতিবার সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করার সময় অ্যাকাডেমির নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন বলেছেন, ‘গ্লাকের ভাষা মধুর এবং আপসহীন। একই সঙ্গে তাঁর লেখায় পাওয়া যায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’ তিনি যোগ করেছেন, ‘গ্লুকের অধিকাংশ কাজেই আত্মজীবনীমূলক প্রেক্ষিত লক্ষ্যণীয়। তিনি সার্বজনীন স্বীকৃতি চান। তাঁর লেখায় প্রধানত তিনটি বৈশিষ্ট্য ধরা পড়ে। পারিবারিক জীবন, খেলাচ্ছলে প্রকাশিত বৌদ্ধিক বিভা এবং রচনায় পরিস্ফূট সূক্ষ্ম জ্ঞানের বিচ্ছুরণ।’
প্রসঙ্গত, নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম মহিলা বিজেতা হলেন এই মার্কিন কবি।
সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইস গ্লাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2020 10:48 PM (IST)
নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম মহিলা বিজেতা হলেন এই মার্কিন কবি।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -