পিয়ংইয়ং: মে মাসে পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের দফতর থেকে এমনই জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখ্য প্রেস সচিব ইউন ইয়ং-চ্যান জানিয়েছেন, ‘উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উন বলেছেন, কিছু লোক বলছে, যে পরমাণু অস্ত্রগুলি আর কাজ করছে না, আমরা সেই কেন্দ্রগুলি বন্ধ করে দিচ্ছি। কিন্তু আপনারা সবাই দেখতে পারেন, সব অস্ত্রই ভাল অবস্থায় আছে। কবে পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হবে, সেটা উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট একসঙ্গে ঘোষণা করবেন।’


১১ বছর পর শুক্রবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সেই বৈঠকের পরেই পরমাণু পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে। ইউন জানিয়েছেন, প্রকাশ্যে এই পরমাণু পরীক্ষাকেন্দ্র বন্ধ করা হবে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু বিশেষজ্ঞদেরও ডাকা হবে। এদিকে, এরপরই আগামী তিন-চার সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।