ওই শিশুটির বাবা বলেছেন, এই ভিডিও দেখে আমরা আতঙ্কিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আবদুলহাদি আল-রাবি বলেছেন, ‘ওই ভিডিওর উৎস তদন্ত করে দেখা হয়েছে। যে তিন নার্সকে ভিডিওতে দেখা গিয়েছে, তাঁদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালটিরও খোঁজ পাওয়া গিয়েছে। তিন নার্সকেই সাসপেন্ড করা হয়েছে।’ ভিডিওতে দেখুন, সৌদি আরবের হাসপাতালে সদ্যোজাতর মাথা ধরে প্রবল ঝাঁকুনি নার্সদের
Web Desk, ABP Ananda | 12 Jan 2018 06:11 PM (IST)
রিয়াধ: সৌদি আরবের একটি হাসপাতালে এক সদ্যোজাতর মাথা ধরে প্রবল ঝাঁকুনি দিলেন তিন নার্স। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়েছে। সবাই ওই নার্সদের এহেন আচরণের নিন্দায় সরব। তিন নার্সকেই চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে। মূত্রনালিতে সংক্রমণ হওয়ায় ওই সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিন নার্স মজার ছলে তার মাথা ও মুখ দলাই-মলাই করতে থাকেন। বাকিরা কেউ বাধা দেননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে অন্যান্য নার্সদের হাসির শব্দ শোনা গিয়েছে।