মিউনিখ হত্যা নিয়ে বলতে গিয়ে ঠাট্টা করে বিপাকে ওবামা
ABP Ananda, web desk | 23 Jul 2016 07:42 AM (IST)
ওয়াশিংটন: যখনই বিশ্বজোড়া সন্ত্রাসের জাল ছড়িয়ে পড়ার কথা উঠেছে, তখনই বারবার উঠে এসেছে সন্ত্রাসদমন প্রশ্নে তাঁর অস্বাভাবিক ‘নরম’ থাকার প্রসঙ্গ। নিন্দুকরা এ-ও বলেছেন, ধর্ম পরিবর্তনের আগে মুসলিম থাকার কারণেই মুসলিম জঙ্গিদমন প্রসঙ্গে এতটা সিদ্ধান্তহীন বারাক হুসেন ওবামা। আর এবার কয়েক ঘণ্টা আগের মিউনিখ হামলা নিয়ে বলতে উঠে তাঁর বিরুদ্ধে ওঠা সেই অভিযোগই আবার প্রতিষ্ঠা করলেন মার্কিন প্রেসিডেন্ট। কথা বলতে বলতে আচমকা টেনে আনলেন বড় মেয়ে মালিয়ার কলেজ পাশ করার প্রসঙ্গ। তাতে শ্রোতাদের মধ্যে হাসির ঝড় উঠল ঠিকই কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলে ওবামার তো মুখ পুড়লই, আমেরিকার জঙ্গিদমনে নিষ্ঠা নিয়েও প্রশ্ন উঠে গেল। অথচ হোয়াইট হাউসের পাশে, আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে জঙ্গিহামলা নিয়ে বক্তব্য ঠিক পথেই শুরু করেছিলেন ওবামা। বলেছিলেন, সন্ত্রাসবাদ কীভাবে মানুষের স্বাধীনতা ও জীবনচর্যা একটু একটু করে কেড়ে নিচ্ছে। বলেন, জার্মানি আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী, তাই এই বিপদের দিনে আমেরিকা সব দিক দিয়ে তাদের পাশে থাককে তৈরি। তারপর তিনি বলতে থাকেন, পুলিশ ও গোয়েন্দাদের নজরদারির বাইরে প্রতিদিনের জীবনযাত্রার কথা যা জঙ্গি হামলায় তছনছ হয়ে যাচ্ছে। জীবন, স্বাধীনতা, রোজকার কাজকর্ম, ছেলেমেয়েদের বড় করা, তাদের বড় হওয়া, হাইস্কুল থেকে পাশ করে যাওয়া- আর তারপরেই আচমকা ব্যক্তিগত হয়ে গিয়ে তিনি হেসে ফেলে বলেন, তখনই তারা তাদের বাবাকে ছেড়ে চলে যায়। তাঁর কথায় সকলে হেসে উঠলে তিনি দ্রুত বলেন, ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনার জন্য তিনি দুঃখিত। তারপর ঠিক পথ ধরেই চলে মার্কিন প্রেসিডেন্টের বিবৃতি। কিন্তু এত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আচমকা এমন হালকা মন্তব্য করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জঙ্গিদমনে ওবামা আদৌ আন্তরিক কিনা।