মুজফ্ফরাবাদ: কাশ্মীর নিয়ে ফের উস্কানি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে অশান্তি ছড়িয়েছে।শুরু থেকেই ভারত দাবি করে আসছে, কাশ্মীরে অশান্তির পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির ইন্ধন রয়েছে। এরইমধ্যে শরিফ বলেছেন, কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে, তারই অপেক্ষায় রয়েছি।
পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচনে জিতেছে শরিফের দল পিএমএল-এন।এরপরই এই প্ররোচণামূলক মন্তব্য করেছেন শরিফ। গতকাল মুজফ্ফরাবাদে দলের জয় উপলক্ষ্যে আয়োজিত সভায় পাক প্রধানমন্ত্রী পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা যাতে কাশ্মীরের ‘আজাদির লড়াইয়ে আত্মত্যাগের কথা’ ভুলে না যান, সেই আর্জি জানিয়েছেন।
উল্লেখ্য, বুরহানের মৃত্যুর পর কাশ্মীরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে তার সুযোগ নিতে কসুর করছে না পাক সরকার ও সেদেশের জঙ্গি সংগঠনগুলি। পাক সরকার বুরহানকে ‘শহিদ’ আখ্যা দিয়ে ‘কালা দিবস’ও পালন করেছে।
মুম্বই হামলার মূল চক্রী জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদও একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছে। ভারত-বিরোধী কার্যকলাপে তত্পরতাও তারা বাড়িয়েছে।
কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে, তার অপেক্ষায় রয়েছি: শরিফ
ABP Ananda, web desk
Updated at:
23 Jul 2016 03:16 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -