লন্ডন: স্বাভাবিকের চেয়ে বেশি ওজন বা স্থুলতার ফলে অকালমৃত্যু হতে পারে। এক্ষেত্রে পুরুষদেরই ঝুঁকি সবচেয়ে বেশি। তাঁদের ওজন বেশি হলে হৃদরোগ, হৃদযন্ত্রের নানা সমস্যা, শ্বাসকষ্ট, এমনকী ক্যান্সারও হতে পারে। ওজন বেশি হলে পুরুষরা গড়ে এক বছর কম বাঁচেন। সামান্য স্থুলকায় হলে আবার জীবন থেকে তিনটি বছর কমে যেতে পারে। একটি নতুন গবেষণায় এই তথ্য জানা গিয়েছে।


 

ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ইমানুয়েল ডি অ্যাঞ্জেলান্টনিও বলেছেন, মহিলাদের তুলনায় স্থুলকায় পুরুষদের ৭০ বছর বয়স হওয়ার আগেই মৃত্যুর আশঙ্কা তিন গুণ বেশি। এছাড়া এই ধরনের পুরুষদের শরীরে ইনসুলিন বিশেষ কাজ করে না, যকৃতে চর্বির পরিমাণ বেশি হয় এবং ডায়াবেটিস বা মধুমেহ রোগের আশঙ্কাও মহিলাদের তুলনায় বেশি হয়।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) উচ্চতা অনুসারে দেহের ওজন কত হওয়া উচিত সেটা নির্ধারণ করে দিয়েছে। একজন ব্যক্তির উচ্চতা ১.৬ মিটার হলে তাঁর শরীরের ওজন যদি ৬০ থেকে ৮০ কিলোগ্রাম হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ওজন বেশি বলে ধরা হয়। পুরুষদের ওজন উচ্চতার তুলনায় বেশি হলেই তাই সতর্ক হওয়া দরকার।