কিরগিজস্তানে চিনা দূতাবাসে বিস্ফোরণ, মৃত ১, জখম ১ মহিলা সহ ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2016 06:08 AM (IST)
বিশকেক: কিরগিজস্তানে চিনা দূতাবাসে বিস্ফোরণ। মৃত ১, জখম এক মহিলা-সহ ৩। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর। সাবেক সোভিয়েত ইউনিয়নের রাজধানী কিরগিজস্তানের চিনা দূতাবাসের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। সেসময় বিস্ফোরণ হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালকের। জখম হন দূতাবাসের দুই কর্মী ও এক মহিলা। কিরগিজস্তানের নিরাপত্তা সংস্থা এই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে।