অ্যাডেন:  ইয়েমেনের অ্যাডেনে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ। মৃত অন্তত ৬০। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন।

এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন,  এডেনের উত্তরাঞ্চলের ওই সেনা প্রশিক্ষণ স্কুলের ভিতর হঠাতই হামলাকারী তার গাড়ি নিয়ে ঢুকে পড়ে। সেখানে সেইসময় অনেক সেনা জওয়ান উপস্থিত ছিলেন। এরপরই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় অন্তত ৬০ জনের। আহত ২৯। মৃতদের মধ্যে সকলেই সেনা জওয়ান কি না তা এখনও জানা যায়নি।

এর আগেও বহুবার জঙ্গি হামলার শিকার হতে হয়েছে অ্যাডেনকে। কখনও আল কায়দা, কখনও বা আইএস।  যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাসের পর থেকে এখনও পর্যন্ত ৬,৬০০ জনের বেশি সাধারণ মানুষ মারা গেছেন বিভিন্ন বাহিনীর হামলায়। প্রায় ৮০ শতাংশ লোক দেশ ছেড়েছে।