ইসলামাবাদ: দারিদ্রে জর্জরিত পাকিস্তান। সেদেশের পরিকল্পনা কমিশনের রিপোর্ট অনুযায়ী, দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশই দারিদ্র সীমার নিচে বসবাস করে। রিপোর্ট বলা হয়েছে, প্রায় ৭৬ লক্ষ পরিবারের প্রাপ্তবয়স্কদের আয় প্রতিমাসে ৩,০৩০ টাকারও কম। সবমিলিয়ে দেশের জনসংখ্যার তিনভাগের একভাগই গরিব।
শুধু তাই নয়, দারিদ্রের হার বাড়ছে পাকিস্তানে। গতবারের পরিসংখ্যানের থেকে এই হার ৯ শতাংশ বেড়ে হয়েছে ২৯.৫ শতাংশ। গত বৃহস্পতিবার এই তথ্য প্রকাশিত হয়েছে।
দৈনন্দিন জীবনের মৌলিক প্রয়োজনীয় বিষয় গুলির মূল্য অনুসারে এবারের দারিদ্রের হার নির্ধারন করা হয়েছে। এর আগে খাদ্য সামগ্রী গ্রহণের মূল্য অনুসারে এই হার নির্ধারন করা হত। কিন্তু এবার পুরানো পদ্ধতি থেকে সরে আসা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচলিত নিয়মই এবার গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ও শক্তি-সংকটের পরিপ্রেক্ষিতে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। দেশের আর্থিক ক্ষমতা বৃদ্ধির ওপর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুত্ব আরোপ করেছেন।
পাকিস্তানে এক-তৃতীয়াংশই দারিদ্র সীমার নিচে, মাসিক আয় ৩,০৩০ টাকার কম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2016 05:12 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -