রেস্তোরাঁয় পার্টিতে করে দাম না মিটিয়েই উধাও ১০০ লোক!
ABP Ananda, web desk | 04 Mar 2017 12:10 PM (IST)
মাদ্রিদ: একটি হোটেলের ব্যাঙ্কোয়েট পার্টির জন্য ভাড়া করা হয়েছিল। প্রায় ১০০ জনেরও বেশি লোকজন এসেছিল ওই পার্টিতে। সোমবার স্পেনের বেমবিবরে হোটেল কারমেন রেস্তোরাঁর ২০০০ ইউরো ভাড়ার ওই ব্যাঙ্কোয়েট খাওয়া-দাওয়া, নাচা-গানায় বেশ জমে উঠেছিল। হঠাত্ করেই ১০০ জন অতিথি নিমেষে উধাও হয়ে যায় পার্টির আয়োজনের দাম না চুকিয়েই। রেস্তোঁরার মালিক অ্যান্টনিও রডরিগেজ বলেছেন, ওরা নাচছিল। আচমকাই তারা উধাও হয়ে যায়। এক মিনিটের মধ্যে শখানেক লোক পালিয়ে গেল। ছোট ছোট দলে বা এক একজন করে নয়, একসঙ্গেই তারা চম্পট দেয়। রেস্তোঁরার কর্মীরা ওই পার্টিতে আগত লোকজনদের কাউকেউ আটকাতে পারেননি। রডরিগেজ বলেছেন, একসঙ্গে এত লোককে কখনও আটকানো যায় না। পুলিশ সূত্রে খবর, পলাতকরা স্পেনীয় নয়। তাদের ধরার চেষ্টা চলছে।