লন্ডন : ইংল্যান্ডে তীব্র হচ্ছে ওমিক্রন আতঙ্ক। সেখানে একদিনে করোনা আক্রান্ত ৯৩ হাজার ৪৫ জন। শুক্রবার এমনই জানিয়েছে ব্রিটিশ সরকার। তৃতীয় দিন টানা এই রেকর্ড হারে সংক্রমণ দেখা দিল। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।


সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১.১ মিলিয়ন। এদিকে নতুন করে এই ভাইরাসে ১১১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৭,০০০-এর বেশি।


এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন জানিয়েছেন, এই মুহূর্তে দেশে করোনার প্রভাবশালী ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে বছর শেষ হওয়ার আগেই যত সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া যায়, সেই চেষ্টাই করছে ব্রিটেন। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইউরোপের মধ্যে সবথেকে দ্রুত ভ্যাকসিন দেওয়াই নয়, ওমিক্রনে আরও ক্ষতি এড়ানোও লক্ষ্য।


আরও পড়ুন ; দেশে ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, আক্রান্ত শতাধিক : স্বাস্থ্যমন্ত্রক


এদিকে ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও (Joe Biden)। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ফের বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। একদিনে ৮৮ হাজারেরও বেশি সংক্রমিত পাওয়া গেছে। একদিনে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার (America) অবস্থাও ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। কোভিড মামলা দৈনিক দ্বিগুণ গতিতে বৃদ্ধি হচ্ছে।


এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ রুখতে অবিলম্বে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তা না হলে আমেরিকায় এই শীতে ওমিক্রনে সাংঘাতিক অসুস্থতা আর মৃত্যু হতে পারে যদি ভ্যাকসিন না নেওয়া থাকে। গতকাল এই আশঙ্কাই প্রকাশ করেছেন জো বাইডেন ৷ তিনি বলেন, "আমেরিকাবাসীকে আমি বলতে চাই, যে ধরনের পদক্ষেপ আমরা করেছি, তাতে যত দ্রুত ওমিক্রন ছড়ানোর সম্ভাবনা ছিল, তা হয়নি ৷ যেমনটা এখন ইউরোপে হচ্ছে ৷ কিন্তু এখন এখানেও চলে এসেছে আর ছড়িয়ে পড়ছে ৷ এবার এই সংক্রমণের সংখ্যা বাড়তে চলেছে ৷"