লন্ডন: মায়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর অত্যাচারের অভিযোগে বিশ্বজোড়া সমালোচনার মুখে অং সান সু চি-র ছবি সরিয়ে নিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার জায়গায় একটি জাপানি শিল্পকর্ম শোভা পাবে। ১৯৬৭ সালে অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন অং সান সু চি। ১৯৯৯ থেকে এই কলেজের প্রবেশ পথে তাঁর ছবি রাখা ছিল। সেটি সরিয়ে নেওয়া হল।
সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ অবশ্য প্রতিবাদের জেরে সু চি-র ছবি সরানোর কথা মানতে নারাজ। কলেজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ মাসের শুরুতে কলেজ একটি নতুন ছবি উপহার হিসেবে পেয়েছে। সেই ছবিটিই আপাতত প্রদর্শনের জন্য রাখা হচ্ছে। সু চি-র ছবিটি সরিয়ে রাখা হচ্ছে।’
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সরল সু চি-র ছবি
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2017 09:46 PM (IST)
Myanmar President
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -