ইসলামাবাদ: ভারতে কার্ণি সেনা সহ কয়েকটি গোষ্ঠীর বিক্ষোভের মধ্যে আজ মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বনশালীর সিনেমা 'পদ্মাবত'। সিনেমাটি অবশ্য কোনওরকম কাটছাঁট ছাড়াই প্রতিবেশী দেশ পাকিস্তানের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল।
পাক সেন্সর বোর্ড অফ ফিল্ম সেন্সরস (সিবিএফসি) চেয়ারম্যান মোবাসির হাসান সোশ্যাল মিডিয়ায় বার্তার মাধ্যমে 'পদ্মাবত'-কে ছাড়পত্র দেওয়ার ঘোষণা করেছেন।
ট্যুইটারে তিনি লিখেছেন, ভারতীয় কলাকুশলীদের নিয়ে তৈরি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা 'পদ্মাবত'-কে পাকিস্তানের বিভিন্ন সিনেমা হলে দেখানোর জন্য কোনও কাটছাঁট ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে।
পাক সেন্সর বোর্ড দীপিকা পাড়ুকোন , রণবীর সিংহ ও শাহিদ কাপূর অভিনীত সিনেমাটিকে 'ইউ' সার্টিফিকেট দিয়েছে।
সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ায় 'পদ্মাবত' সিনেমা পাকিস্তানে মুক্তি পেতে চলেছে। দিল্লিতে সুলতানি আমলের মুসলিম শাসক আলাউদ্দিন খিলজির চরিত্র নেতিবাচকভাবে দেখানোয় পাকিস্তানে সিনেমাটি কাঁটছাঁটের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা ছিল। কিন্তু সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ায় সেই আশঙ্কা কাটল।
হাসান জানিয়েছেন, পাক সেন্সর বোর্ড শিল্প, সৃষ্টিশীলতা ও রুচিশীল বিনোদনের প্রতি পক্ষপাতদুষ্ট নয়।
সিবিএফসি আধিকারিকরা জানিয়েছেন, সিনেমায় ঐতিহাসিক তথ্যগুলি খতিয়ে দেখার জন্য ইসলামাবাদের কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ওয়াকার আলি শাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল।