ওয়াশিংটন:  ভারতীয় বংশোদ্ভুত আইএস জঙ্গি ব্রিটেনের বাসিন্দা সিদ্ধার্থ ধরকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সিদ্ধার্থ ধরের সঙ্গে, বেলজিয়ান-মরোক্কবাসী অপর এক আইএস জঙ্গিকেও বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়েছে।

সিদ্ধার্থ ধর, অতীতে একজন ব্রিটিশ হিন্দু ছিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম হয়েছে আবু রুমায়েশ। ২০১৪ সালে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে সে সিরিয়া পাড়ি দেয়।

নিহাদ বরাকাত নামের এক ইয়েজিদি কিশোরী একটি সাক্ষাকারে জানান, ২০১৬ সালের মে মাসে তাঁকে অপহরণ করে আইএস জঙ্গিদের হাতে বেচে দেয় সিদ্ধার্থ। তাঁকে আইএস জঙ্গিরা যৌনদাসী করে রেখে ছিল। সেই নিহাদই জানান, সিদ্ধার্থ আগে মসুলে থাকত, পূর্বে ইরাকের এই জায়গাতেই ছিল আইএস জঙ্গির শক্ত ঘাঁটি।

পরে বিভিন্ন কার্যকলাপের জন্যে সিদ্ধার্থ ধরকে নয়া জিহাদি জনের নাম দেওয়া হয়। সে পরে আইএস-এর সিনিয়র কম্যান্ডার হয়ে যায়। সিদ্ধার্থ ধর ছাড়া আব্দেলতিফ গৈনি নামের অপর এক জঙ্গিকেও বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়েছে। এদের দুজনকে এই তকমা দেওয়া হল, কারণ এই দুই জঙ্গি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিনিধি এই দুই জঙ্গি সম্পর্কে বলতে গিয়ে বলেন, সাধারণত এই তকমা তাদের দেওয়া হয়, যারা মার্কিনবাসীর নিরাপত্তার জন্যে বিশেষ বিপজ্জনক। এধরনের জঙ্গিদের থেকে মার্কিন নাগরিকের নিরাপত্তা, আমেরিকার বিদেশনীতি, অর্থনীতির ধাক্কা খাওয়ার বিশাল সম্ভাবনা থাকে। এছাড়া এই তকমা পাওয়া জঙ্গিদের সাধারণত কোনও রকমভাবেই সাহায্য করা হয় না। মার্কিন প্রশাসনের অধিকারে থাকা তাদের সম্পত্তি এবং তাদের সঙ্গে কোনওধরনের লেনদেনের ওপরও বিশেষ নিষেধাজ্ঞা জারি হয়।