গতকাল নওয়াজের দলের সূত্রেও স্বীকার করা হয়, কুলসুমের গলার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তা থেকে পুরো সেরে ওঠা সম্ভব।
সেনাপ্রধানের সঙ্গে নওয়াজের টেলিফোনে কথা হওয়ার খবরের সত্যতা সোস্যাল মিডিয়ায় স্বীকার করেছেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তিনি ট্যুইট করেছেন, সেনাপ্রধান মিয়া মহম্মদ নওয়াজ শরিফকে টেলিফোনে বেগম কুলসুম নওয়াজ শরিফের আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
গত মাসে পানামা পেপার্স কাণ্ডে পাক সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর গদি চলে যাওয়ার পর এটাই পাক সেনাপ্রধানের সঙ্গে সম্ভবত প্রথম যোগাযোগ নওয়াজের।
বাজওয়াকে গত বছর সেনাপ্রধান নিযুক্ত করেন নওয়াজই। দেশের সংবিধানের চূড়ান্ত ক্ষমতার প্রতি সমর্থনও ঘোষণা করেন বাজওয়া।
নওয়াজকে পানামা পেপার্স কাণ্ডে প্রধানমন্ত্রী পদে বহাল থাকার অযোগ্য বলে গত ২৮ জুলাই জানায় পাক সুপ্রিম কোর্ট। এর ফলে ফাঁকা হয়ে পড়া নওয়াজের লাহোরের এনএ-১২০ আসনে ভোটের জন্য প্রার্থী হন কুলসুম। তিনি বড় বাধার মুখে পড়তে পারেন।
তাঁর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ডাঃ ইয়াসমিন রশিদ কুলসুমের প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পিটিআই প্রধান ইমরান খান ট্যুইটে কুলসুমের আরোগ্য কামনায় বার্তা পাঠান। লেখেন, উনি রোগের সঙ্গে লড়ছেন। আমি শুভেচ্ছা জানাই, প্রার্থনা করি, ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে তিনি জয়ী হোন।