ইসলামাবাদ: শ্যেন দৃষ্টি রয়েছে ভারতীয় সীমান্তে, যে কোনও পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। জানাল পাকিস্তানের সেনাবাহিনী। উরি জঙ্গি হামলার পরই দুদেশের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে ওঠে। একরম পরিস্থিতিতে ভারতীয় সীমান্তের দিকে সর্বক্ষণ নজর রেখে চলেছে পাকিস্তান। পাক সেনা জানিয়েছে, যেকোনও রকম পরিস্থিতির মোকাবিলায় তারা তৈরি।
পেশোয়ারে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের পর সামরিকবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিম সালেম বাজওয়া জানান, দেশের পূর্ব সীমান্তে(অর্থাত্ ভারত-পাক সীমান্তে) কড়া নজর রয়েছে পাকিস্তানের। তিনি বলেন, যে কোনওরকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। ওই বৈঠকের নেতৃত্বে ছিলেন সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ। বৈঠকে আফগান সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়। সেনাবাহিনী কীভাবে সীমান্তে কাজ করবে, তা-ও ঠিক হয় ওই বৈঠকে। বর্ডার ম্যানেজমেন্টের জন্য ২০ টি পোস্ট তৈরি। বাজওয়া আরও জানিয়েছেন, আফগানিস্তান সীমান্তের দিকেও নজর রাখছেন তাঁরা। সেদিক থেকেও যদি কোনওভাবে আক্রমণ আসে, তা প্রতিহত করতেও প্রস্তুত বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে চিরুনি তল্লাশি।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বাজওয়া বলেন, জোড়ালো প্রমাণ ছাড়া পাকিস্তানের দিকে অভিযোগ তোলা যাবে না।
ভারতীয় সীমান্তে শ্যেন দৃষ্টি, যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত, জানাল পাকিস্তান সেনাবাহিনী
Web Desk, ABP Ananda
Updated at:
27 Sep 2016 05:43 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -