৩৬ ভারতীয় মৎস্যজীবী, ৬টি নৌকা আটক করল পাকিস্তান
Web Desk, ABP Ananda | 26 Jan 2017 09:54 PM (IST)
আমদাবাদ: আরব সাগরে গুজরাত উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমার কাছ থেকে ৩৬ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তানের উপকূলরক্ষীবাহিনী। তাঁদের ৬টি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পোরবন্দরের মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মৎস্যজীবীদের সংগঠনের সচিব মণীশ লোঢারি বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী তাঁরা জানতে পেরেছেন, জাখাউ উপকূলের কাছ থেকে ভারতীয় মৎস্যজীবীদের আটক করেছে পাকিস্তান। তাঁদের করাচি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ৩৬ জন মৎস্যজীবী ছাড়াও আরও কয়েকজনকে আটক করা হতে পারে বলে মনে করছেন তাঁরা। আগামীকাল মৎস্যজীবীদের করাচিতে নিয়ে যাওয়ার পর চিত্রটা পরিষ্কার হবে। পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের অপরাধে প্রায়ই ভারতীয় মৎস্যজীবীদের আটক করা হয়। গত ডিসেম্বরেই ৬৫ জন ভারতীয় মৎস্যজীবী এবং ১৩টি নৌকা আটক করেছিল পাকিস্তান। ফের আটক করা হল মৎস্যজীবীদের। লোঢারি বলেছেন, তাঁরা পাকিস্তানের উপকূলরক্ষীবাহিনীর সঙ্গে এ বিষয়ে কথা বলছেন। মৎস্যজীবীদের মুক্ত করার চেষ্টা চলছে।