ইসলামাবাদ: আগামী মাসে ভারত সফরে আসার কথা ছিল পাকিস্তানের প্রধান বিচারপতি আনওয়ার জাহির জামালির। কিন্তু দুদেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির জেরে সফর বাতিল করলেন তিনি।
রেডিও পাকিস্তান সূত্রে খবর, ২১-২৩ অক্টোবর ভারতে আয়োজিত গ্লোবাল কনফারেন্সে অংশ নিতে আসছেন না তিনি। গত জুলাই মাসে ভারতীয় হাই কমিশনার গৌতম বামবাওয়ালে নিজে বিচারপতি জামালিকে আইন বিষয় সংক্রান্ত কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এরই প্রেক্ষিতে চিঠিতে জামালি জানিয়েছেন, দেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে এই সময় ভারতে বৈঠকে যোগ দিতে আসতে পারছেন না তিনি।
সুপ্রিম কোর্টের এক আধিকারিক জানিয়েছেন, বিচারপতি জামালির এদেশে আসার সুপারিশ করেছিল বিদেশ মন্ত্রক। কিন্তু তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরই এই মত জানিয়েছেন বিচারপতি জামালি। উল্লেখ্য, এ সপ্তাহের শুরুতেই ইসলামাবাদে আয়োজিত সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানায় ভারত।
উত্তপ্ত পরিস্থিতি, ভারত সফর বাতিল করলেন পাক প্রধান বিচারপতি
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2016 11:20 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -