ইসলামাবাদ: দুর্নীতি-সংক্রান্ত তৃতীয় মামলাতেও ধাক্কা খেলেন পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিদেশে বিনিয়োগ ও সংস্থায় লগ্নি করার অভিযোগে তাঁকে অভিযুক্ত করল সেদেশের একটি আদালত।


শুক্রবার, অ্যাকাউন্টেবিলিটি কোর্টের (দায়বদ্ধতা আদালত) বিচারক মহম্মদ বশির ৬৭ বছরের শরিফের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে চার্জশিট পড়ে শোনান। এদিন আদালতে সশরীরে হাজির ছিলেন না শরিফ। তাঁর হয়ে সওয়াল করছিলেন আইনজীবী জাফির খান।


গত ২৮ জুলাই, পানামা পেপার কেলঙ্কারিতে অভিযুক্ত শরিফকে পাক প্রধানমন্ত্রী হিসেবে বরখাস্ত করে সেদেশের সুপ্রিম কোর্ট। এরপরই গত ৮ সেপ্টেম্বর শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক তছরুপ সংক্রান্ত তিনটি মামলা দায়ের হয়েছিল। এদিনের মামলাটি ছিল তৃতীয়।


বর্তমানে স্ত্রী কুলসুমের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন শরিফ। তাঁর স্ত্রী গলার ক্যান্সারে আক্রান্ত। সেখানে তাঁর তিনটি অস্ত্রোপচার হয়েছে। তারমধ্যেই, গতকাল তাঁকে বরখাস্ত করা এবং মামলা অভিযুক্ত করার বিষয়টিকে ‘বিচারের হত্যা’ বলে কটাক্ষ করেন শরিফ। ইতিমধ্যেই, নিম্ন আদালতে মামলা দায়ের হওয়ার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।


শরিফ জানিয়েছেন, তিনি আগামী ২৬ তারিখ পাকিস্তানে ফিরবেন। গতকালই, দ্বিতীয় মামলায় এভেনফিল্ড প্রপার্টিজ এবং আল-আজিজা কোম্পানি মামলায় নওয়াজ, তাঁর কন্যা মারিয়াম এবং জামাই মহম্মদ সফদারকে অভিযুক্ত করে। শরিফের দুই ছেলে—হাসান ও হুসেনও তিন মামলায় সহ-অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে পৃথকভাবে শুনানি হবে।