শরিফ ও তাঁর মেয়ে, জামাইকে অভিযুক্ত করল পাকিস্তানের দুর্নীতি দমন আদালত
Web Desk, ABP Ananda | 19 Oct 2017 07:15 PM (IST)
ইসলামাবাদ: দুর্নীতি দমন মামলায় পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম ও জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ সফদরকে অভিযুক্ত করল পাকিস্তানের দুর্নীতি দমন আদালত। গত ৮ সেপ্টেম্বর শরিফ, তাঁর পরিবারের লোকজন ও আত্মীয় তথা অর্থমন্ত্রী ইশাক দারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। ইশাককে আগেই অভিযুক্ত করেছিল আদালত। তাঁর বিরুদ্ধে মামলার শুনানিও শুরু হয়েছে। এবার শরিফদেরও অভিযুক্ত করল আদালত। মরিয়ম অবশ্য দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শরিফের স্ত্রী কুলসুম গলার ক্যান্সারে ভুগছেন। তিনি এখন চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখানে তিনবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য শরিফও এখন লন্ডনে আছেন। সেই কারণে তিনি আজ আদালতে হাজির থাকতে পারেননি। তবে তাঁর মেয়ে, জামাই আদালতে ছিলেন। তাঁরা দাবি করেন, তিনজনই নির্দোষ। তাঁদের আইনজীবীরা আবেদনে বলেন, শরিফ ও তাঁদের আইনজীবী দলের প্রধান খোয়াজা দেশের বাইরে থাকায় এই মামলা স্থগিত করে দিতে হবে। তাঁরা আরও বলেন, তিনটি মামলার শুনানি একসঙ্গে করতে হবে। কিন্তু আদালত এ বিষয়ে আজ কোনও নির্দেশ দেয়নি।