লাহৌর: পাকিস্তানের বৈদ্যুতিন সম্প্রচার নিয়ামক কর্তৃপক্ষ (পেমরা) ভারতীয় অনুষ্ঠান দেখানোর উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটা তুলে নিল লাহৌর হাইকোর্ট। পঞ্জাব প্রদেশের সরকার ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলির অনুষ্ঠান সম্প্রচার নিয়ে আপত্তি না জানানোর পরেই এই রায় দিয়েছে আদালত। পেমরা যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটিকে নাকচ করে দেওয়া হয়েছে।


গত বছরের অক্টোবরে পাকিস্তানে ভারতীয় অনুষ্ঠান দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করে পেমরা। এ বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় ছবি দেখানোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু টেলি সিরিয়ালের উপর নিষেধাজ্ঞা এতদিন বহাল ছিল। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় একটি চ্যানেল। সিনেমা দেখানোয় আপত্তি না থাকলে সিরিয়ালও দেখাতে দিতে হবে বলে দাবি করেন ওই চ্যানেলের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেছেন লাহৌর হাইকোর্টের প্রধান বিচারপতি। তাঁর প্রশ্ন, বিশ্বায়নের যুগে আর কতদিন অযৌক্তিক নিষেধাজ্ঞা বহাল থাকবে? যখন সিনেমা হলে ভারতীয় ছবি দেখানো হচ্ছে, তখন কেন টেলিভিশনের অনুষ্ঠান দেখাতে দেওয়া হবে না? সরকারের যখন আপত্তি নেই, তখন পেমরার এই নিষেধাজ্ঞার কোনও অর্থ নেই।