ইসলামাবাদ: বিপাকে পড়লেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। প্রাক্তন এই সামরিক শাসককে গ্রেফতারের নির্দেশ সরকারকে দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ ট্রাইব্যুনাল। ২০০৭-এ দেশে জরুরি অবস্থা জারির জন্য মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার শুনানি চলাকালে এই নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে মুশারফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তরও নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৭-এ জরুরি অবস্থা জারির জন্য ২০১৪-র মার্চে ৭৪ বছরের প্রাক্তন সামরিক শাসকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছিল। জরুরি অবস্থা জারি করে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতিকে গৃহবন্দী করেছিলেন মুশারফ। ১০০-র বেশি বিচারপতিকে বরখাস্ত করা হয়েছিল।
গত আটমাসের মধ্যে দেশদ্রোহিতা মামলায় পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন বিচাপতির বেঞ্চে এই প্রথম শুনানি হয়েছে। শুনানির সময় অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে মুশারফের সম্পত্তির তালিকা আদালতে পেশ করে।
২০১৬-র মার্চে দেশ ছেড়ে দুবাই চলে গিয়েছিলেন মুশারফ। ওই বছরের মে মাসে আদালত তাঁকে ফেরার ঘোষণা করে।
দেশদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত হলে মুশারফের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।