পাকিস্তানের রেস্তোরাঁয় খাবার সরবরাহে ‘মহিলা’ রোবট
Web Desk, ABP Ananda | 05 Mar 2017 08:25 PM (IST)
ফাইল ছবি
ইসলামাবাদ: পাকিস্তানের মুলতানের একটি রেস্তোরাঁয় খাবার সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে ‘মহিলা’ রোবটকে। ওই রেস্তোরাঁয় পিজা পাওয়া যায়। রেস্তোরাঁ মালিকের পুত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনিই এই রোবট তৈরি করেছেন। সংবাদমাধ্যমে রোবট ওয়েট্রেসের খবর প্রচারিত হতেই রেস্তোরাঁয় ভিড় বেড়ে গিয়েছে। রেস্তোরাঁ মালিক সৈয়দ আজিজ আহমেদ জাফারি বলেছেন, এখন তাঁর রেস্তোরাঁর বাইরে লম্বা লাইন পড়ছে। বহু মানুষ রোবটের হাত থেকে খাবার নেওয়ার জন্য আসছেন। তাঁর পুত্র সৈয়দ ওসামা আজিজ মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাইছিলেন। কিন্তু তিনি দেশের জন্য কিছু করতে বলেন। এরপরেই রোবট তৈরি করেন ওসামা। এর জন্য বাবা হিসেবে তো বটেই, মুলতানের মানুষ হিসেবেও তিনি গর্বিত। পাকিস্তানে এই প্রথম একটি রেস্তোরাঁয় রোবট ব্যবহার করা হচ্ছে। ওসামা বলেছেন, চিনের রেস্তোরাঁয় রোবট দেখে তাঁর মাথায় এই ভাবনা আসে। ২৫ কেজি ওজনের এই রোবট ৫ কেজি খাবার বহন করতে পারে। মহিলাদের শরীরের আদলে তৈরি করা হয়েছে এই রোবট। ফলে তার খাবার বহনে সুবিধা হচ্ছে। তবে আরও উন্নতি করতে হবে।