ওয়াশিংটন: আগামীকাল সংশোধিত ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা নির্দেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্টের সাতটি মুসলিম প্রধান দেশের লোকজনের মার্কিন মুলুকে ঢোকা ৯০ দিন নিষিদ্ধ করে গত ২৭ জানুয়ারির নির্দেশ ঘিরে দুনিয়াজুড়ে অসন্তোষ ছড়িয়েছিল। ওই দেশগুলি থেকে উদ্বাস্তুদের আমেরিকায় প্রবেশে ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন তিনি। সিরিয়া থেকে উদ্বাস্তুদের আমেরিকায় ঢোকাও পাকাপাকি নিষিদ্ধ করেন ট্রাম্প। অভিযোগ ওঠে, জঙ্গিদের ঢোকা বন্ধ করার নামে মুসলিমদেরই নিশানা করেছেন তিনি। এও বলা হয়, একতরফা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, আগে থেকে কোনও সতর্কতা ছিল না, নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকা সংস্থাগুলিকেও তৈরি রাখা হয়নি।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম কয়েকদিন ব্যাপক বিভ্রান্তি ছড়ায়। ওই সাত দেশ থেকে আসা লোকজন আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন। অনেককে যে দেশ থেকে এসেছিলেন, সেখানেই ফেরত পাঠানো হয়।
শেষ পর্যন্ত আদালতের দুটি নির্দেশে ধাক্কা খায় ট্রাম্পের নিষেধাজ্ঞা-নির্দেশ। প্রথমে সিয়াটলের মার্কিন ডিস্ট্রিক্ট জজ নিষেধাজ্ঞা-নির্দেশে দেশজুড়ে স্থগিতাদেশ জারি করেন। তারপর সান ফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট অব অ্যাপিলসও সেই স্থগিতাদেশ বহাল রাখে।
এই প্রেক্ষাপটেই কাল হোমল্যান্ড সিকিউরিটিতে সংশোধিত নিষেধাজ্ঞায় ট্রাম্প সই করতে পারেন বলে সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে পলিটিকো। তবে তাতে কী বদল হচ্ছে, তা পরিষ্কার নয়।
কাল সংশোধিত আমেরিকা সফরে নিষেধাজ্ঞা-নির্দেশে সই করবেন ট্রাম্প?
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2017 06:48 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -