ইসলামাবাদ: এপ্রিল ফুলস ডে পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিককেও ছাড়ল না। ইসলামাবাদের একটি নতুন বিমানবন্দর নিয়ে বানানো গল্পে প্রতিক্রিয়া দিয়ে বসলেন তিনি।


স্থানীয় একটি সংবাদপত্রে তাদের ওয়েবসাইটে এপ্রিল ফুল দিবস উপলক্ষ্যে বানানো খবর প্রকাশ করে যে, পাক সরকার ইসলামাবাদের নয়া বিমানবন্দরের নামকরণ করছে চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের নামে।

প্রচণ্ড রেগে রেহমান মালিক বলে বসেন, যদি সত্যিই এটা হয়, তবে তাঁর দল এ নিয়ে শেষ দেখে ছাড়বে। ওই বিমানবন্দর প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নামে হয়েছে, তা পাল্টানো যাবে না।

যা মানুষের অনুভূতিকে আঘাত করে এমন কিছু সরকারের করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

পরে অবশ্য জানা যায়, পয়লা এপ্রিল উপলক্ষ্যে ওই সংবাদপত্র মজা করার জন্য ওই বানানো খবর প্রকাশ করে। ততক্ষণে রেহমান মালিক অবশ্য এক্কেবারে বোকা বনেছেন।