নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী গুণ্ডাদের হামলা। তছনছ সবরমতী হস্টেল। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সভানেত্রী ঐশী ঘোষের। রড, লাঠি, ব্যাটের আঘাত থেকে রেহাই পেলেন না শিক্ষিকাও। অভিযোগ এবিভিপি-র নেতৃত্বে এবং মদতে এই তাণ্ডব চলেছে। পাল্টা বাম ছাত্র সংগঠনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালায় আরএসএস-এর ছাত্র সংগঠনও। দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস হস্টেলে হামলা, শিক্ষার্থী ও শিক্ষিকার ওপর আক্রমণের ঘটনায় সরব গোটা দেশ। পথে নেমে প্রতিবাদ করতে দেখা যায় বলিউডের একাধিক প্রথম সারির তারকাদের। রবিবার রাতে ‘ছপাক’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও ওই প্রতিবাদে সামিল হন। জেএনইউ-তে গিয়ে আক্রান্ত ঐশীর পাশে দাঁড়ান দীপিকা। যা নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। একদল দীপিকার জয়ধ্বনি করে। আর অন্যদল, তাঁকে বয়কটের জন্য প্রচারাভিযান চালায়। এই আবহেই শিরোনামে চলে এলেন পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।


আরও পড়ুন- জেএনইউ-তে হামলার ঘটনায় মুখ খুললেন দীপিকা পাড়ুকোন, কী বললেন?


“যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন ও সত্যের সঙ্গে থেকেছেন। সবার ওপরে মানবিকতা। আপনি প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়ে শ্রদ্ধা অর্জন করে নিয়েছেন”, এই ট্যুইটেই দীপিকাকে কুর্ণিশ জানিয়েছেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। যদিও বুধবারের এই ট্যুইট তিনি ডিলিট করে দিয়েছেন। গফুরের এই ট্যুইট-ই এখন সংবাদমাধ্যমের শিরোনামে।