বাগদাদ: ইরান-মার্কিন জটিলতা আরও বাড়িয়ে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের মাত্র ১০০ মিটার দূরে আছড়ে পড়ল পরপর দুটি রকেট। বাগদাদের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট গ্রিন জোনে এই হামলা চলেছে, এখানেই রয়েছে বেশিরভাগ বিদেশি দূতাবাস।


গ্রিন জোনে রকেট হামলার জেরে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ইরাকি প্রশাসন। এর আগে ৫ তারিখ এই গ্রিন জোনেই ইরান সমর্থক মিলিশিয়া রকেট দাগে। কয়েকটি রকেট মার্কিন দূতাবাসের ভেতরেও আছড়ে পড়ে। ইরানের দাবি, এর ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যদিও আমেরিকা প্রাণহানির খবর অস্বীকার করে।

এখন মধ্য প্রাচ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিস্থাপন করতে চেয়ে বার্তা দিয়েছেন। এরপরেও বাগদাদে এই নয়া হামলা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ট্রাম্পের বার্তার কয়েক ঘণ্টা আগে ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। বলে, আমেরিকার গালে এটি একটি থাপ্পড়। এরপরই তেহরানকে কঠোর ভাষায় সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের ওপর কড়া আর্থিক বিধিনিষেধ বসানো হবে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলেও চ্যালেঞ্জ করেছেন তিনি।