ইসলামাবাদ: মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ‘নয়া পাকিস্তানে’র নমুনা দেখে কার্যত চক্ষু চড়কগাছ সেদেশের মধ্যবিত্তদের। গ্রাহকদের কাছ থেকে ৯৫ বিলিয়ন টাকা আদায় করতে গ্যাসের দাম ১৪৩ শতাংশ বাড়ানো হল। এভাবে সরকারি বাজেটে ভর্তুকির বোঝা কমাতে গার্হস্থ্য ও বাণিজ্যিক-উভয় ধরনের গ্রাহকদের জন্যই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার আর্থিক সমন্বয় কমিটি (ইসিসি)। দাম বৃদ্ধির ঘোষণা করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী গুলাম সারওয়ার খান। তিনি জানিয়েছেন, সর্বনিম্ন স্তরের গ্রাহকের ক্ষেত্রে ১০ শতাংশ এবং সর্বোচ্চ স্তরের গার্হস্থ্য গ্রাহকদের ক্ষেত্রে ১৪৩ শতাংশ দাম বৃদ্ধির অনুমোদন দিয়েছে ইসিসি।
আগামী অক্টোবরের বিলেই এই মূল্য বৃদ্ধি রূপায়িত হবে। এই সিদ্ধান্তের ফলে আর্থিক সঙ্কটে জেরবার সরকারের গ্রাহকদের কাছ থেকে ৯৪ বিলিয়ন টাকা আদায় হবে।
এই মূল্যবৃদ্ধির ফলে মাশুল গুণতে হবে ৯৪ লক্ষ বাড়িতে রান্নার জন্য ব্যবহারকারীদের। এই গ্রাহকদের মধ্যে ৩৬ লক্ষ নিম্ন আয়ভূক্ত। আরও প্রায় ২৬ লক্ষ দ্বিতীয় নিম্নআয়ভূক্ত।
বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ক্ষেত্রে ৩০ থেকে ৫৭ শতাংশ দাম বাড়ানো হয়েছে। এর ফলে সার, পণ্য উত্পাদন, বিদ্যুত উত্পাদন, সিমেন্ট এবং সিএনজি-র দাম বাড়বে।
মন্ত্রী বলেছেন, গ্যাস কোম্পানিগুলি ঘাটতিতে চলছে। বর্তমান দামে সেগুলি চালানো সরকারের পক্ষে সম্ভব নয়।
সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। পিএমএল-এন বলেছে, ক্ষমতায় আসার ২০ দিনের মধ্যেই এই সরকার সম্পর্কে ২০ টি কৌতুক বেশ বিখ্যাত হয়ে উঠেছে।
গ্যাসের দাম ১৪৩ শতাংশ বাড়াল পাকিস্তান সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2018 05:59 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -