শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত রাষ্ট্রপুঞ্জের, দাবি তুরস্কের
Web Desk, ABP Ananda | 14 Sep 2018 07:35 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানের পাশে দাঁড়াল তুরস্ক। আজ ইসলামাবাদে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠকে তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন, ‘রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরের বিষয়ে সওয়াল করার জন্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন গোষ্ঠী তৈরি করা হয়েছে। কাশ্মীর সমস্যার সমাধানের বিষয়ে আমরা পাকিস্তানের পাশে থাকব। শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত রাষ্ট্রপুঞ্জের।’ পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেছেন, ‘রাষ্ট্রপুঞ্জের সম্মেলনের ফাঁকে কাশ্মীরের বিষয়ে আলাদা বৈঠক হবে। এই বৈঠক প্রতি বছরই হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কারণ, কাশ্মীরের বিষয়ে রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।’ কাশ্মীর ইস্যুতে বেশ কিছুদিন ধরেই পাকিস্তানকে সমর্থন করে আসছে তুরস্ক। গত বছর তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইইপ এর্দোগান কাশ্মীর ইস্যু নিয়ে বহুপাক্ষিক বৈঠকের পক্ষে সওয়াল করেন। তবে ভারত বরাবরের মতোই দ্বিপাক্ষিক আলোচনার দাবিতে অনড়।