বেজিং: দ্বিতীয়বার চিনের শাসক কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হওয়ায় শি জিনপিংকে অভিনন্দন নরেন্দ্র মোদীর। সিকিমের ডোকালাম সেক্টরে টানা ৭৩ দিন ধরে ভারত ও চিনের সেনাবাহিনীর মুখোমুখি সংঘাতের মেজাজে অবস্থানে যে তিক্ততার আবহাওয়া তৈরি হয়েছিল, দু দেশই কূটনৈতিক উদ্যোগে তার অবসান ঘটায় সম্প্রতি।

গত ১৬ জুন ডোকলামে চিনা সেনার রাস্তা নির্মাণে ভারতীয় সেনাবাহিনী বাধা দেওয়ার ফলে সংঘাতের সূ্ত্রপাত হয়। গত মাসে চিনের বন্দর শহর জিয়ামেনে নবম ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা হয় শি, মোদীর। ডোকলাম বিবাদের পর প্রথম সেই সাক্ষাতে সামনের দিকে এগিয়ে চলার কথা বলেন তাঁরা।

সেই প্রেক্ষাপটেই চিনা মাইক্রোব্লগ ওয়েইবো-তে প্রধানমন্ত্রী লিখেছেন, সিপিসি-র জেনারেল সেক্রেটারি পদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট শি-কে জানাই অভিনন্দন। ভারত-চিন সম্পর্ককে একযোগে এগিয়ে নিয়ে যাওয়ার আশা রাখছি।

প্রসঙ্গত, চিনে ট্যুইটারের মতো গুরুত্ব, জনপ্রিয়তা ওয়েইবোর। ইংরেজি ও মান্দারিন, দুটোতেই মোদী বার্তা পাঠিয়েছেন।

চিনা কমিউনিস্ট পার্টির সাম্প্রতিক কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে শাসন ক্ষমতা শি-র হাতে তুলে দেওয়া হয়েছে। এমনকী তাঁর মতবাদ পার্টির সংবিধানে অন্তর্ভুক্ত করে তাঁকে চিনা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও জে দং ও তাঁর উত্তরাধিকারী দেং জিয়াওপিং-এর সমান মর্যাদা, উচ্চতায় তুলে দেওয়া হয়েছে।