আদম মহম্মদ আমের নামে ওই শিশুর স্বপ্ন পাইলট হওয়া। আর ইতিহাদ এয়ারওয়েজের পাইলট সামের ইয়াখলেফের সঙ্গে দেখা হওয়ার পর তার সেই স্বপ্ন পূরণ হল। ককপিটে পৌঁছেই বিমান চালানোর পদ্ধতি সম্পর্কে তার যা জানা রয়েছে তা পাইলটকে বলতে থাকে। এতে পাইলট অবাক হয়ে যান। এরপরই ইতিহাদ এয়ারলাইন্স আদমকে তাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমন্ত্রণ জানায়। বিশেষভাবে তৈরি পাইলটের ইউনিফর্ম তাকে দেওয়া হয়। এরপর একদিনের জন্য পাইলট করে। সেই ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়। পরে তা ফেসবুকে পোস্ট করা হলে মুহুর্তের মধ্যে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, ইউটিউব দেখে আদম বিমান চালানোর কৌশল শিখেছে।
দেখুন সেই ভিডিও