ওয়াশিংটন: শুধুমাত্র পাকিস্তানেই নয়, সন্ত্রাসবাদীরা যাতে উপমহাদেশের অন্য কোথাও তাদের নাশকতামূলক কাজ না চালাতে পারে তা নিশ্চিত করতে হবে ইসলামাবাদকে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে এভাবেই পাকিস্তানকে ফের কড়া বার্তা দিল আমেরিকা। একইসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা ও সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করেছে ওয়াশিংটন।


মার্কিন বিদেশ দফতরের উপ মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বৃহত্তর আলোচনা এবং সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উত্সাহ দেওয়া হবে। টোনার বলেছেন, এটা দুই দেশের স্বার্থের পক্ষেই জরুরী। একইসঙ্গে আঞ্চলিক ক্ষেত্রের জন্যও তা প্রয়োজনীয়। প্রকৃতপক্ষে তা আমেরিকার পক্ষেও লাভজনক। আমরা একথা বহুবারই বলেছি।

একটি প্রশ্নের জবাবে এ কথা বলেছেন টোনার। তিনি একইসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।