দুবাই: ভারতীয় নাবালিকার গায়ে অশালীন ভাবে হাত দিয়ে দুবাইয়ের আদালতে শ্লীলতাহানিতে অভিযুক্ত পাকিস্তানি। ৩৫ বছর বয়সি লোকটি পেশায় ডেলিভারিম্যান। দি খালিজ টাইমস-এর খবর, গত ১৬ জুন একটি প্যাকেট ডেলিভারি দিতে গিয়ে সে দুবাইয়ের এক আবাসনের লিফটে বাচ্চা মেয়েটির শ্লীলতাহানি করে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি। যদিও দুবাইয়ের আদালতে সে অভিযোগ অস্বীকার করেছে। আল রাফা থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।
তদন্তে এক ৩৪ বছর বয়সি ভারতীয় গৃহবধূ জানিয়েছেন, ১২ বছরের মেয়েটি তাঁর ঘরে এসেছিল অঙ্কের টিউটোরিয়াল ক্লাস করতে, যেমন সে নিয়মিত আসে। ওই গৃহবধূকে উদ্ধৃত করে সংবাদপত্রে বেরিয়েছে, কিছু কাগজপত্র আনতে ভুলে যাওয়ায় মেয়েটি নিজের ঘরে গিয়েছিল সেগুলি আনতে। ফিরে এলে দেখি, ওর চোখমুখে আতঙ্কের ছাপ, ভয়ে কাঁপছে। মেয়েটি তখন তাঁকে জানায়, ডেলিভারি দেওয়ার লোকটি লিফটে ঢুকে একটি ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসার ছলে তাকে জাপটে ধরেছিল। ওই মহিলা তারপর এক প্রতিবেশীকে নিরাপত্তারক্ষীর ঘরে বসানো নজরজারি ক্যামেরায় ওঠা ছবি পরীক্ষা করে দেখতে বলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লোকটি একটি প্যাকেট দিতে পাঁচতলার দিকে যাচ্ছে। কিন্তু আচমকা সেদিকে না গিয়ে সে মেয়েটির পিছু নেয়। অভিযোগ দায়ের হওয়ার পর লোকটিকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। ১৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করবে আদালত।
আবাসনের লিফটে ভারতীয় নাবালিকার শ্লীলতাহানি, দুবাইয়ের আদালতে অভিযুক্ত পাকিস্তানি, রায় ১৬-ই
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2019 01:17 PM (IST)
যদিও দুবাইয়ের আদালতে সে অভিযোগ অস্বীকার করেছে। আল রাফা থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -