নিউইয়র্ক: উরিতে ভারতের সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৯ জন। এই ঘটনা নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসেছেন শরিফ। সেখানে সাংবাদিকরা তাঁকে উরির জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন করলে তাঁর কোনও তাপ-উত্তাপ দেখা যায়নি। বরং ওই প্রশ্ন উপেক্ষা করেই হেঁটে চলে যান পাক প্রধানমন্ত্রী।
গতকালই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির কাছে কাশ্মীরে ভারতের অত্যাচারের অভিযোগ করেছেন শরিফ। তিনি ভারতকে এ ব্যাপারে চাপ দেওয়ার জন্য আর্জি জানান। কিন্তু তাতে আদৌ কোনও ফল হয়নি বলে জানা গিয়েছে।
শরিফ বলেছেন, বুধবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেওয়ার সময় তিনি কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করবেন। কিন্তু কাশ্মীরের উরিতে নৃশংস জঙ্গি হামলা নিয়ে একটা কথাও তাঁর মুখে শোনা যায়নি।