লাহোর: সুরক্ষার অজুহাত দেখিয়ে লাহোরে নিজেদের সদর দপ্তরের বাইরে এক দশকের বেশি আগে ব্যারিকেড বসিয়েছিল হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়া। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে আজ সেই ব্যারিকেড ভেঙে দিল পুলিশ।
প্রধান বিচারপতি সাকিব নিসার পঞ্জাব পুলিশকে লাহোরে নিরাপত্তার নাম করে যেসব রাস্তা প্রাচীর বসিয়ে আটকে রাখা হয়েছিল, সব খুলে দিতে নির্দেশ দেন। তিনি পুলিশের আইজিকে বলেন, এই নির্দেশ পালনের রিপোর্ট জমা দিতে না পারলে আপনার ভাগ্য আদালতই ঠিক করবে। স্বয়ং মুখ্যমন্ত্রী চাইলেও আপনি আইজি পদে থাকতে পারবেন না। লাহোর পুলিশের ডিআইজি ডঃ হায়দর আশরফ জানান, শীর্ষ আদালতের নির্দেশ পালন করে পুলিশ জামাতের সদর কার্য্যালয় সহ ১৬টি স্থানে অবরোধ তুলে দিয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, কানাডায় বসবাসকারী ধর্মীয় নেতা ডঃ তাহিরুল কাদরি ও দেহরক্ষীর গুলিতে নিহত গভর্নর সলমন তাসিরের বাসভবনের সামনের ব্যারিকেডও তুলে দিয়েছে পুলিশ।
চৌবুরজি এলাকায় জামাত দপ্তরের বাইরে বড় রাস্তা আটকে ব্যারিকেড তৈরির ফলে মোটরসাইকেল আরোহী, এলাকার বাসিন্দাদের হাঁটাচলায় খুব সমস্যা হচ্ছিল। কিন্তু জামাত কর্মীদের ভয়ে সম্ভবত কেউ আদালতে অভিযোগ জানাতে সাহস পায়নি এতদিন। তবে রাজনৈতিক, প্রভাবশালী লোকজনের রাস্তা আটকে রাখার ব্যাপারে স্বতঃপ্রনোদিত হয়ে এক মামলায় বিচারপতি নিসার যাবতীয় অবরোধ তুলে দিতে বলেন।
পুলিশ জানায়, তারা জামাতের কাদসিয়া কার্যালয়ের বাইরের রাস্তার ওপর ব্যারিকেড সরানোর জন্য আদালতের নোটিস জামাতকে পাঠিয়ে দেয়।