Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সংখ্যালঘু নেতাদের মাসিক অনুদান দেবে ইমরানের দলের সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
12 Feb 2018 04:51 PM (IST)
ফাইল ছবি।
NEXT
PREV
পেশোয়ার: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা মাসিক অনুদান পাবেন। সংখ্যালঘু গোষ্ঠীগুলির প্রার্থনায় নেতৃত্ব দেওয়া কোন কোন নেতারা তা পাবেন, সেই তালিকা তৈরি হচ্ছে। অনুদান পাওয়ার যোগ্য নেতাদের তালিকা বানাতে একটি কমিটি তৈরি হয়েছে। সাতদিনের মধ্যেই কমিটি রিপোর্ট দিতে পারে বলে জানিয়েছে হজ ও সংখ্যালঘু বিষয় সংক্রান্ত কমিটির মুখপাত্র। সংখ্যালঘুদের ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমন্বয় রক্ষাকারী রবি কুমারকে ১৮ সদস্যের কমিটির মাথায় বসানো হয়েছে।
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রশাসন সম্প্রতি ঘোষণা করে, সেখানকার বিভিন্ন জামিয়া মসজিদের পেশ ইমামরা মাসে ১০ হাজার টাকা করে অনুদান পাবেন।
কমিটিতে হিন্দু, শিখ, খ্রিস্টান ও কলস সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখা হয়েছে। তাঁরা নিজ নিজ গোষ্ঠীর প্রার্থনায় নেতৃত্ব দেওয়া নেতাদের বাছাই করবেন কোন যোগ্যতার মাপকাঠিতে এই বাছাই হবে, সেটা ঠিক করবে কমিটি।
পাকিস্তানের তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার মোট জনসংখ্যার এক শতাংশও কম সংখ্যালঘুরা।
পেশোয়ার: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা মাসিক অনুদান পাবেন। সংখ্যালঘু গোষ্ঠীগুলির প্রার্থনায় নেতৃত্ব দেওয়া কোন কোন নেতারা তা পাবেন, সেই তালিকা তৈরি হচ্ছে। অনুদান পাওয়ার যোগ্য নেতাদের তালিকা বানাতে একটি কমিটি তৈরি হয়েছে। সাতদিনের মধ্যেই কমিটি রিপোর্ট দিতে পারে বলে জানিয়েছে হজ ও সংখ্যালঘু বিষয় সংক্রান্ত কমিটির মুখপাত্র। সংখ্যালঘুদের ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমন্বয় রক্ষাকারী রবি কুমারকে ১৮ সদস্যের কমিটির মাথায় বসানো হয়েছে।
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রশাসন সম্প্রতি ঘোষণা করে, সেখানকার বিভিন্ন জামিয়া মসজিদের পেশ ইমামরা মাসে ১০ হাজার টাকা করে অনুদান পাবেন।
কমিটিতে হিন্দু, শিখ, খ্রিস্টান ও কলস সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখা হয়েছে। তাঁরা নিজ নিজ গোষ্ঠীর প্রার্থনায় নেতৃত্ব দেওয়া নেতাদের বাছাই করবেন কোন যোগ্যতার মাপকাঠিতে এই বাছাই হবে, সেটা ঠিক করবে কমিটি।
পাকিস্তানের তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার মোট জনসংখ্যার এক শতাংশও কম সংখ্যালঘুরা।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -