ইসলামাবাদ: ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদ করার ঘটনা অস্বীকার করে তথ্যপ্রমাণ' পেশ করতে বলল পাকিস্তান। সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কৃষ্ণঘাঁটিতে নিয়ন্ত্রণরেখার কাছে ২ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পাক সেনার বিশেষ বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। এর প্রেক্ষিতে মঙ্গলবার ভারত ও পাকিস্তান সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমও) হটলাইনে কথা বলেন।


ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্ট পাকিস্তানকে জানিয়েছেন, এধরনের বর্বরোচিত আচরণ কোনও সভ্য দেশ করে না। এর তীব্র নিন্দা হওয়া উচিত। একইসঙ্গে, এই ন্যক্কারজনক কাজ যারা করেছে, তাদের যোগ্য জবাব পাওয়া উচিত। তবে সব অভিযোগ খারিজ করে পাকিস্তান। বৈঠকের পর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, পাক ডিজিএমও মেজর জেনারেল শাহির শামশাদ মির্জা ভারতকে জানিয়ে দেন, তাদের তরফে সোমবার কোনও সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করা হয়নি। তিনি এও স্বীকার করেননি যে, ২ ভারতীয় জওয়ানকে হত্যা করেছে ব্যাট। মির্জা দাবি করেন, পাক সেনা পেশাদার সংগঠন। তারা আদর্শ আচরণ যথাযথ মেনে চলে। তাঁর মতে, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্যই ভারত এই ধরনের অভিযোগ তুলছে।


পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় শান্তি, স্থিতিশীলতা বজায় রাখায় সম্পূর্ণ দায়বদ্ধ বলে জানিয়ে তিনি পাল্টা অভিযোগ করেন, ভারতীয় সেনাই লাগাতার নিয়ন্ত্রণ রেখায় নিরপরাধ পাকিস্তানিদের বুলেটের নিশানা করছে। ভারতীয় ডিজিএমও-কে এমনটা চলতে থাকলে যোগ্য জবাব মিলবে বলেও জানিয়ে দেন তিনি, হুঁশিয়ারি দেন এই বলে যে, যে কোনও হঠকারিতার পাল্টা জবাব দেওয়া হবে। কোথায়, কখন সেটা তাঁরাই স্থির করবেন।


এখানেই শেষ নয়। গোটা ঘটনার জন্য ভারতীয় সংবাদমাধ্যমের ঘাড়েই দোষ চাপিয়েছে পাক সেনা। তাদের দাবি, অভিযোগকে বড় করে দেখানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় মিডিয়া।