ইসলামাবাদ: কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দাবি করে এই মর্মে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাই কমিশনারকে চিঠি লিখল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিঠি পাঠিয়েছেন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার যে পদক্ষেপ কার্যকর করেছে ভারত, তার ফলে সেখানে কী প্রভাব পড়েছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পাক বিদেশমন্ত্রকের দাবি, চিঠির প্রতিলিপি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ও সকল সদস্য রাষ্ট্রের কাছেও পাঠানো হয়েছে। এর আগে, গত ৪ অগাস্ট, কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাই কমিশনার মিশেল বাচেলেটকে চিঠি লেখেন ও ৮ তারিখ ফোনেও কথা বলেন কুরেশি।
আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে ভারত অবশ্যে সাফ জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ বিষয়। ইসলামাবাদকে তা মেনে নেওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে চিঠি পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2019 07:28 PM (IST)
আন্তর্জাতিক মহলের উদ্দশ্যে ভারত অবশ্যে সাফ জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ বিষয়।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -