ইসলামাবাদ: কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দাবি করে এই মর্মে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাই কমিশনারকে চিঠি লিখল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিঠি পাঠিয়েছেন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার যে পদক্ষেপ কার্যকর করেছে ভারত, তার ফলে সেখানে কী প্রভাব পড়েছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পাক বিদেশমন্ত্রকের দাবি, চিঠির প্রতিলিপি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ও সকল সদস্য রাষ্ট্রের কাছেও পাঠানো হয়েছে। এর আগে, গত ৪ অগাস্ট, কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাই কমিশনার মিশেল বাচেলেটকে চিঠি লেখেন ও ৮ তারিখ ফোনেও কথা বলেন কুরেশি।
আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে ভারত অবশ্যে সাফ জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ বিষয়। ইসলামাবাদকে তা মেনে নেওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।