মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানায়, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী লাগাতার গোলাগুলি চালিয়ে অনুপ্রবেশে মদত দিয়ে চলেছে। পাল্টা জবাবে নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দাবির স্বপক্ষে ভিডিও পেশ করেন ভারতীয় সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পাবলিক ইনফর্মেশন মেজর জেনারেল অশোক নারুলা।
কিন্তু ট্যুইট করে পাক সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর ডিজি মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারতের নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি চৌকি ধ্বংস করা ও নিরীহ মানুষের পাক সেনার গুলিচালনার দাবি একেবারে মিথ্যা।
ভারতীয় সেনার প্রচার শাখার প্রধান মেজর জেনারেল নারুলা বলেন, নওশেরায় অ্যাকশনে পাকিস্তানি ফাঁড়ি, চৌকির প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে।
একটি সূত্রে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের মাথা কাটা যাওয়ার কয়েকদিনের মধ্যেই নওশেরায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা।