ইসলামাবাদ: ভারত কীভাবে তার সেনাবাহিনীকে রাজনীতি থেকে সহস্র যোজন দূরে রাখায় সফল হয়েছে, সে ব্যাপারে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অধীনস্থ সেনাকর্তাদের একটি বই পড়ে দেখতে বলেছেন, এ খবর অস্বীকার করল ইসলামাবাদ।
গত ১২ ফেব্রুয়ারি পাক সংবাদপত্র 'দি নেশন' খবর দেয়, গত ডিসেম্বরে রাওয়ালপিন্ডির সেনা সদর কার্যালয়ে প্রথম সারির সেনা অফিসারদের বৈঠকে স্টিভেন উইলকিনসন নামে এক সাংবাদিকের লেখা বইটি পড়ার পরামর্শ দেন বাজওয়া। কয়েকদিন এ নিয়ে চুপ থাকার পর পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক সংক্ষিপ্ত বিবৃতি ফেসবুকে পোস্ট করেন আজ, যাতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে সেনা অফিসারদের বৈঠকে সেনাপ্রধানকে উদ্ধৃত করে 'আর্মি অ্যান্ড নেশন' নামে বইটি নিয়ে যে খবর, মন্তব্য বেরিয়েছে, তা ভুল তথ্য।
ভারতের গণতন্ত্রের ধারার সঙ্গে সাযুজ্য রেখে সেনাবাহিনীর কাঠামো, নিয়োগ পদ্ধতিতে সময়ে সময়ে যে বদল ঘটানো হয়েছে, বইটিতে তা নিয়ে বিশদে আলোচনা রয়েছে।
পাক সংবাদপত্রের প্রতিবেদনে এও বলা হয়, ১৯৪৭ থেকে যে পাকিস্তানে তার ইতিহাসের প্রায় অর্ধেক সময়ই সেনা শাসন করেছে, সেখানে সামরিক-অসামরিক মহলের সমীকরণে মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা করেছেন বাজওয়া। তিনি নাকি সেনার শীর্ষ অফিসারদের খোলাখুলি জানিয়ে দেন, সরকার-প্রশাসন ও বাহিনীর মধ্যে দ্বন্দ্ব-বিরোধ, সংঘাত নয়, বরং সহযোগিতা থাকাই বাঞ্ছনীয়। তাঁকে উদ্ধৃত করে বলা হয়, সরকার চালানোর চেষ্টা করে কাজ নেই, সংবিধানে বেঁধে দেওয়া গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেনাবাহিনী।
ভারত নিয়ে বই পড়ার পরামর্শ পাক সেনাপ্রধানের! 'ভুল তথ্য', বলল ইসলামাবাদ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2017 07:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -