কাশ্মীর নিয়ে বক্তৃতা দিতে অরুন্ধতী রায়কে ডাকতে পারে পাকিস্তান
ABP Ananda, web desk | 05 Sep 2016 06:03 AM (IST)
ইসলামাবাদ: কাশ্মীরে ভারতীয় সেনা ‘চরম অত্যাচার’ চালাচ্ছে। আর এ নিয়ে সব থেকে ভাল কে বলতে পারেন অরুন্ধতী রায় ছাড়া? পাকিস্তানের পঞ্জাব অ্যাসেম্বলি ঠিক করেছে, উপত্যকায় ভারতীয় সেনার 'দমনপীড়ন' নিয়ে কথা বলতে তারা আমন্ত্রণ করবে লেখিকা অরুন্ধতী রায়কে। বিষয়টি পাক বিদেশ মন্ত্রকে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে কাশ্মীরে যে অশান্তি শুরু হয়েছে, সে জন্য পাক পঞ্জাব অ্যাসেম্বলির সদস্যরা এক বাক্যে ভারত সরকারকে দায়ী করেন। দাবি করেন, কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। তারপরেই অ্যাসেম্বলি সদস্য শেখ আলাউদ্দিন দাবি করেন, অরুন্ধতী রায়কে ডেকে কাশ্মীরে ভারতীয় সেনার 'বর্বরতা' সম্পর্কে জানতে চাওয়া হোক। শ্রম ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রাজা আশফাক সারওয়ার জানান, বিদেশ মন্ত্রকের পরামর্শ অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা।