ইসলামাবাদ: পাকিস্তানে টিভি, রেডিওতে গর্ভনিরোধকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা চালু হল। এ ধরনের বিজ্ঞাপন দেখানো বা সম্প্রচার করা যাবে না। অভিযোগ, গণমাধ্যমে গর্ভনিরোধকের ‘অবাঞ্ছিত’ বিজ্ঞাপন কৌতূহলী শিশুমনে ক্ষতিকর প্রভাব ফেলে। পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় উপকরণগুলি সম্পর্কে নানা অস্বস্তিকর প্রশ্ন করে বসে তারা। বাবা-মায়েরা এ ধরনের পণ্যের বিজ্ঞাপন দেখানোয় আপত্তি জানানোর পর গত সপ্তাহেই নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)।
তারা এক বিবৃতিতে বলেছে, কোমলমতি শিশুদের চোখের সামনে সাধারণ মানুষ এ ধরনের পণ্য-সামগ্রীর বিজ্ঞাপনের পরিণতি সম্পর্কে সাধারণ জনমানসে প্রবল উদ্বেগ রয়েছে। বাবা-মায়েরাই এ ধরনের বিজ্ঞাপন দেখানোয় আপত্তি তুলে তা নিষিদ্ধ করার দাবি করেছেন। নিষেধাজ্ঞার নির্দেশ লঙ্ঘন করলে মিডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পেমরা।
গত বছর তারা একটি বিশেষ ব্র্যান্ডের কন্ডোমের বিজ্ঞাপনকে ‘অনৈতিক’, ধর্মীয় রীতিনীতির পরিপন্থী আখ্যা দিয়ে তা দেখানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল।
পাকিস্তানে জনসংখ্যা বছরে প্রায় ১.৮ শতাংশ হারে বাড়ছে। এই ধারা বহাল থাকলে ২০৩০ নাগাদ জনসংখ্যা ২৪ কোটিতে পৌঁছে যাবে। রাশ টেনে ধরতে পাক সরকার জন্ম নিয়ন্ত্রণে আগ্রহ বাড়াতে তত্পর। তা সত্ত্বেও গর্ভনিরোধকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করে রক্ষণশীল ধ্যানধারণা অগ্রাহ্য করার সাহস দেখাল না পেমরা, এমনটাই মনে করা হচ্ছে।
পাকিস্তানে টিভি-রেডিওতে গর্ভনিরোধকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2016 02:48 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -