ওয়াশিংটন: এবার তারায় তারায় পৌঁছে যাচ্ছে ফেসবুক। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত তিন মহাকাশচারীর সঙ্গে ফেসবুক লাইভের মাধ্যমে চ্যাট করবেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। এই মহাকাশচারীরা হলেন টিম কোপরা, জেফ উইলিয়ামস ও টিম পিকে। নাসার ফেসবুক পেজে দর্শকরা এই তিনজনের উদ্দেশে প্রশ্ন রাখতে পারবেন, সেগুলিই তাঁদের জিজ্ঞাসা করবেন জুকেরবার্গ। দর্শকরা লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পারবেন এই প্রশ্নোত্তর পর্ব।

তবে প্রশ্নের মধ্যে যে শুধু মহাকাশবিজ্ঞানের কচকচিই থাকবে না তা স্পষ্ট। ফেসবুক ব্যবহারকারীদের যে সব প্রশ্ন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছে, সেগুলির মধ্যে রয়েছে, মহাকাশচারীদের খাবারদাবার আকাশে কে সাপ্লাই করে। অনুষ্ঠানটি হবে বুধবার, পয়লা জুন।