ইসলামাবাদ: ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে একটি বড় সিদ্ধান্ত নিল পাকিস্তানের নয়া সরকার। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী সহ কোনও সরকারি আধিকারিকই আর সরকারি অর্থে দেশে বা বিদেশে বিমানে প্রথম শ্রেণিতে যাত্রা করবেন না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী, সেনেটের চেয়ারম্যান, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার এবং মুখ্যমন্ত্রীরা বিমানে ক্লাব বা বিজনেস ক্লাসে সফর করবেন না। কারও প্রথম শ্রেণিতে যাত্রা করার অনুমতি নেই। তাঁরা বিজনেস ক্লাসে ভ্রমণ করেন। তবে এখন থেকে খরচ কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।

পিএমএল-এন সরকারকে আক্রমণ করে ফাওয়াদ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বছরে ৫,১০০ কোটি টাকা খরচ করতেন। কিন্তু বর্তমান সরকার খরচ কমাচ্ছেন। ইমরান প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বিলাসবহুল আবাসনেও থাকছেন না। তিনি শুধু দু’টি গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।