টেনশনের আবহে ভারতীয় ছবির সম্প্রচারও নিষিদ্ধ করল পাকিস্তান
Web Desk, ABP Ananda | 08 Aug 2019 08:37 PM (IST)
নানা ইস্যুতে দ্বিপাক্ষিক স্তরে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় অতীতেও পাকিস্তানে কোপ পড়েছে বলিউডের সিনেমা প্রদর্শনে।
ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে পাকিস্তান ভারতীয় ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা ঘোষণা করল। পাকিস্তানের প্রেক্ষাগৃহে কোনও বলিউডি ছবি দেখানো যাবে না। নানা ইস্যুতে দ্বিপাক্ষিক স্তরে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় অতীতেও পাকিস্তানে কোপ পড়েছে বলিউডের সিনেমা প্রদর্শনে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানে সন্ত্রাসবাদীদের ট্রেনিং ক্যাম্প ধ্বংস হওয়ার জেরেও পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল ভারতীয় ছবির প্রদর্শন। ভারত গত সোমবার সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর উত্তেজনা বাড়ছে ভারত-পাক সম্পর্কে। পাকিস্তান পাল্টা ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। বলেছে, ভারতের কাশ্মীর সংক্রান্ত পদক্ষেপ ‘একপেশে’, ‘বেআইনি’। আজ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ উপদেষ্টা ফিরদৌস আশিক আওয়ান ট্যুইট করেন, কোনও ভারতীয় ছবির প্রদর্শন হবে না পাকিস্তানি থিয়েটারে। নাটক, সিনেমা ও এই ধরনের যে কোনও কনটেন্ট পাকিস্তানে পুরোপুরি নিষিদ্ধ হয়েছে।