ইসলামাবাদ: ভ্যালেন্টাইন দিবস উদযাপন করা ইসলামি শিক্ষার পরিপন্থী, এই কারণ দেখিয়ে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী সংস্থা 'পেমরা' স্থানীয় মিডিয়াকে বলে দিল, তারা ভ্যালেন্টাইন দিবস পালনের ছবি দেখাতে পারবে না।


গত বছরের ১৩ ফেব্রুয়ারি এক নাগরিকের পিটিশনের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট তার রায়ে প্রকাশ্য স্থানে ও সরকারি দপ্তরে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন নিষিদ্ধ বলে জানিয়ে দেয়। সেই রায়ের ভিত্তিতেই পেমরা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, সব পক্ষকে সুনিশ্চিত করতে বলা হচ্ছে যে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ভ্যালেন্টাইন দিবস পালনের সমর্থনে কোনও প্রচার হবে না। সরকারি উদ্যোগে কোনও প্রকাশ্য জায়গায় কোনও অনুষ্ঠান হবে না। সব টিভি চ্যানেল ভ্যালেন্টাইন দিবসের প্রচার বন্ধ রাখবে, সুনিশ্চিত করতে বলা হচ্ছে পেমরা চেয়ারম্যানকে।
ইসলামি মূল্যবোধের বিরোধী, এই যুক্তিতে পাকিস্তানের ধর্মীয় গোষ্ঠীগুলি দেশে ভ্যালেন্টাইন ডে পালনের যাবতীয় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা চাপানোর দাবিতে সরব বহুদিন ধরে। এমনকী পাক প্রেসিডেন্ট মাহনুন হুসেইনও তরুণ প্রজন্মকে ভ্যালেন্টাইন দিবস পালন থেকে বিরত থাকতে ডাক দেন। ২০১৬-য় তিনি বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
অতীতে ভ্যালেন্টাইন দিবস পালনের অনুষ্ঠান বানচাল করে দেয় জামাত-ই-ইসলামির মতো কট্টরপন্থীরা।