পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল ট্যুইট করেন, আমরা আলোচনার জন্য ভারতে নিযুক্ত আমাদের হাইকমিশনার সোহেইল মেহমুদকে দেশে ফিরে আসতে বলেছি। তিনি সকালেই নয়াদিল্লি ছেড়েছেন।
সোহেইল কতদিন পাকিস্তানে থাকবেন, তা পরিষ্কার নয়।
সোহেইলকেই গত শুক্রবার নয়াদিল্লিতে তলব করে পুলওয়ামায় জওয়ান নিধনের তীব্র প্রতিবাদ জানান বিদেশ সচিব বিজয় গোখেল।
পাকিস্তানে নিযুক্ত হাই কমিশনার অজয় বিশারিয়াকে ইতিমধ্যেই পুলওয়ামার ঘটনা নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিতে ফিরিয়ে এনেছে ভারত।
পুলওয়ামার ঘটনার জন্য পাকিস্তানে আশ্রয় ও মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদকে দায়ী করেছে ভারত। জয়েশই ওই নাশকতার দায় নিয়েছে।
পুলওয়ামা হামলার পর কূটনৈতিক স্তরে চাপ বাড়িয়ে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে কাজে লাগানোয় পাকিস্তানের ভূমিকা তুলে ধরার ওপর জোর দিয়েছে ভারত। ভারতের দাবি, উপমহাদেশে সন্ত্রাসমুক্ত ইতিবাচক আবহাওয়া তৈরি করতে পাকিস্তানকে তার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে সন্ত্রাসবাদী, জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে, যা খতিয়ে দেখা সম্ভব। পাশাপাশি গত শুক্রবার পাকিস্তানকে সবচেয়ে পছন্দের দেশ (মোস্ট ফেভার্ড নেশন) তকমা তুলে নিয়েছে, পরদিন পাকিস্তানে তৈরি পণ্যের ওপর আমদানি শুল্কও ২০০ গুণ বাড়িয়েছে ভারত।